মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইলে৫ জুন বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে ঘোষিত মোঃ আমিনুল ইসলাম শাহান ৪৬৮০৫ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোঃ এনাদাদুল হক ভূঁইয়া তিনি পেয়েছেন ২৯৫৩২ভোট। আমিনুল ইসলাম শাহান নির্বাচিত হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ইউনিয়নের চেয়ারম্যান গণ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।নান্দাইল উপজেলার ১টি পৌরসভাও ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বরত ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৯১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮৩৬ জন পোলিং অফিসার সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরলসভাবে কাজ করেছেন । মোট ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ ভোটারের বিপরীতে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫২১ এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৭৪ হাজার ২৩২। এছাড়া হিজড়া ভোটার ৭ জন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নান্দাইল উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ওরফে রাসেল মুন্সি ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীকে নান্দাইল উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত আহ্বায়ক মোছা. তাছলিমা বেগম তামান্না বিপুল ভোটে নির্বাচীত হয়েছেন।