নিজস্ব প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর গফরগাঁও উপজেলা শাখায় মাওলানা মাহমুদুল হাসান সালমানি সাহেবের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুফতি আনোয়ার মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ। মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সিনিয়র সভাপতি ময়মনসিংহ জেলা শাখা। মাওলানা ফরিদ হাবিবুল্লা রুশদি সহ-সভাপতি ময়মনসিংহ জেলা শাখা। মুফতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা শাখা। মাওলানা আব্দুল্লাহিল বাকী সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা শাখা। আরো জেলা, উপজেলা,ইউনিয়নের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। আহবায়ক কমিটি গনের তালিকা ২৪/০৬/২০২৪ইং *আহ্বায়ক-মাওলানা মাহমুদুল হাসান সালমানী । *যুগ্ন আহবায়ক-মুফতি আনোয়ার মাহমুদ”মাওলানা আজিজুর রহমান “মুফতি আহসানুল্লাহ *সদস্য সচিব-মাওলানা মোবারক হোসেন। *সহকারি সদস্য সচিব -মাওলানা আনোয়ার আসাদী,সহকারী সদস্য সচিব -মাওলানা মনিরুল ইসলাম। সদস্য মাওলানা মাহাদি হাসান, মাওলানা হুমায়ুন কবির , মুফতি এনামুল হাসান, মাওলানা জহিরুল ইসলাম ওসমানী, মাওলানা নুরুল হুদা, মাওলানা শাহজাহান , মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নিবন্ধন নং ২৩ এর মার্কা খেজুরগাছ। স্বাধীনতার পূর্বে উপমহাদেশ কেন্দ্রিক এ দলের নাম ছিল “জমিয়তে উলামায়ে হিন্দ”। পর্যায়ক্রমে পাকিস্তান গঠণ হলে এর নাম হয় “জমিয়তে উলামা পাকিস্তান।
এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন একক ইসলামী দল হিসেবে “জমিয়তে উলামা বাংলাদেশ” এর যাত্রা শুরু হয় । পরবর্তীতে “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ” নামে কার্যক্রম চালু হয়। ইসলামী ঐক্যজোটের অংশ হিসেবে ১৯৯৯ সালে এটি বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগদান করে এবং ২০০১ সালে সরকার গঠনে অংশীদার হয়। চার দলীয় জোট পরবর্তীতে বিশ দলীয় জোটে পরিণত হয়। ২০২১ সালে এটি বিশ দলীয় জোট থেকে বের হয়ে যায়।