আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেত্রকোনা জেলা শাখার আয়োজনে তিনদিনের গৃহীত কর্মসূচীর শেষ দিনে গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ (২৫ জুন) মঙ্গলবার দিনব্যাপী জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ডাঃ কে জামান বি. এন. এস. বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু শিবির, ছানী অপারেশনের রোগী বাছাই, স্বেচ্ছায় রক্তদান, ডায়াবেটিস নির্ণয়সহ দরিদ্র রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।