গোলাম কিবরিয়া পলাশঃ ময়মনসিংহঃ আর নয় দূর দূরান্তে এখন থেকে আপনার হাতের কাছেই অর্থাৎ ময়মনসিংহ ঢাকা বাইপাস মোড় সংলগ্ন জামিয়া ইসলামিয়া সুপার মার্কেট এবং মোহাম্মদ আলী ফল মার্কেটে এক বিশাল কাঁচা, পাকা, শুকনা এবং শুটকি মাছের পাইকারী আড়ৎ এর শুভ উদ্বোধন করা হয়। জানা গেছে, গতকাল (১০ই জুলাই) বিকাল ৩টায় শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাইকারী আড়ৎ এর সভাপতি মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা, জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, আড়ৎ পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম মিলনসহ প্রমুখ। বক্তরা বলেন এ আড়ৎ’তে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমুল, পিয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন প্রকার কাঁচামাল পাইকারী ও খুচরা বিক্রয় করা হবে।
এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের থাকা-খাওয়ার সু-ব্যবস্থা আছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিকের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব সহ আড়তের সকল ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহ্তামিম হযরত মাওলানা পীরে কামেল আল্লামা আনোয়ারুল হক।