বুধবার(৩১ জুলাই) এ উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা। সকাল ১১টায় ত্রিশাল উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সুতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আমিনুল ইসলাম সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, শিরিন ইসলাম চায়না। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য খামারিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মৎস্য চাষের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরাসহ মৎস্যচাষ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।