মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, সাধারণ ছাত্র ছাত্রী, সুশীল সমাজ বিএনপি ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনী নান্দাইল উপজেলায় শান্তি ফিরিয়ে আনতে সম্মিলিত ভাবে ব্যাপক কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে । উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সুন্দর শান্তি পূর্ণ করতে বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক আলোচনা করেন।১১ আগষ্ট রবিবার ১২টায় উপজেলা হলরুমে মতবিনিময় সভা করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের দায়িত্ব প্রাপ্ত অফিসার মেজর নাঈম হাসান, উপস্থিত বক্তাদের কথা শুনেন এবং সকল সমস্যার সমাধান করে নান্দাইল উপজেলাকে একটি শান্তিপূর্ণ আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম সদস্য ও পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর উপজেলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক তৎপরতার মাধ্যমে দলীয় নেতা কর্মীদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ ছাত্র ছাত্রীরা ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চাঁদাবাজি বন্ধ যানবাহন চলাচল সহজ করতে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে। সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুর না হয় ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে পাহাড়া দিচ্ছে।
উপজেলা সদরে রাস্তা পরিষ্কার ও বিভিন্ন দেয়ালে আন্দোলনে বিজয় স্বরুপ বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্র অঙ্কন করেছে। উপজেলা প্রশাসন সেনাবাহিনী ছাত্র সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ৫ আগষ্টের পর ব্যাবসা বাণিজ্য সহ সাধারণ মানুষ যে উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক ছিল সবকিছু ধুয়ে মুছে সকল স্তরে শান্তির সুবাতাস বইবে এটিই সাধারণ মানুষের প্রত্যাশা।