নিজস্বপ্রতিনিধিঃ আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও মানুষের সরলতার প্রতীক সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতান র উত্তর অধিকারী এবং গফরগাঁও বাসীর হৃদয় জুড়ানো ধার্মিক সমাজসেবক মুশফিকুর রহমান মুশফিক ও শতবর্ষি ইসলামিয়া হাই স্কুল এর শিক্ষক আব্দুল জলিল স্যার, বিএনপি’র নেতা ও সাবেক গফরগাঁও উপজেলা পরিষদ ভাইস আব্দুল্লাহ আল মামুন,বিএনপির নেতৃবৃন্দ,সমাজ বৃন্দ এবং সুশীল সমাজ কে অতিথী করে গফরগাঁও এর কৃতি সন্তান ক্রিড়া-প্রেমী মোঃ রাকিব হাসান ও তার সহযোগীদের উদ্যোগে দুটি শক্তিশালী ক্লাবের নেতৃত্বে দুইটি টিম ফুটবল খেলায় অংশগ্রহণ করে।
ভাষ্যকার তার মাইকের মাঝে আহ্বান জানান উপস্থিত খেলা দর্শনার্থীদের কে এই খেলা একমাত্র বন্যার্তদের উদ্দেশ্য করেই আয়োজন করা হয় ।খেলার কমিটির পক্ষ থেকে একটি টিম মাঠের চতুর্দিকে হাতে দান বক্স নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন এবং যে যা পারেন সবার জন্য বন্যার্তদের প্রতি সহানুভূতি দেখান।এ সময় খেলারমাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
উপস্থিত জনতা সবাই এই উদ্যোগ কারীদেরকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুবদলের কর্মী ও অন্যান্য উদ্যোগী কর্মীরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন আমরা যে যা পারি যে যেভাবে পারি সঠিক পন্থায় আমরা বন্যার্ত এবং দেশের যেকোনো জায়গা কোন অসহায়ত্বের আভাস পেলে আমাদের এই ক্রীড়া প্রেমীদের নিয়ে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য।
যারা ছিলেন সেচ্ছাসেবি আল-আমিন,শুভ,নবী হোসেন ,সাগর, মি. জন, লিটন, মোহাম্মদ, সাইফুল, জুবায়ের, জাইদুল সহ আরো অন্যান্যরা তারা এই বন্যার্তদের জন্য শ্রম দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।