সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায়  মাদ্রাসায়  চুরিঃ ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিক্সসহ মূল্যবান সামগ্রী

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
Oplus_0

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  চৌকিঘাটা গ্রামে অবস্থিত চৌকিঘাটা  দাখিল মাদ্রাসায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনা ঘটেছে। মাদ্রাসার নৈশ প্রহরীর অনুপস্থিতিতে মাদ্রাসার মূলগেট ও ল্যাব রুমের তালা ভেঙে দুর্বৃত্ত দল মূল্যবান সামগ্রী নিয়ে যায়।  এ সময়  দুর্বৃত্তরা মাদ্রাসা  থেকে ১৫টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি মনিটর, ১টি হার্ডডিক্স চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে ।এঘটনায় মঙ্গলবার ( ৩ ই সেপ্টেম্বর)  রাতে  মাদ্রাসার সুপার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গতঃ সোমবার দিবাগত রাতে ওই মাদ্রাসায়  চুরির ঘটনাটি ঘটে। এতে  ১০ লক্ষাধিক টাকার বেশী মূল্যের মালামাল নিয়ে যায় বলে তারা দাবি করেন।
এ ব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক মোঃ রুবেল জানান,  রাত আনুমানিক ৩টার দিকে নৈশপ্রহরী সাহেব আলী আমাকে ফোন করে জানান,  স্যার মাদ্রাসায় চুরি হয়েছে। আমি সাথে সাথে মাদ্রাসায় গিয়ে  দেখি, মাদ্রাসার মূল গেট ও সুপারের কক্ষ, ল্যাব রুম সহ বেশ কয়েকটি রুমের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি কম্পিউটার, সিসি ক্যামেরা ও হাডডিক্স চুরি করে নিয়ে গেছে।
আমার ছেলেকে ভাঙ্গা এলাকার লোকজন অন্য একটি ঘটনায়  মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করে পা ভেঙে দিয়েছে। ছেলেকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। তাই মাদ্রাসায় আসতে অনেক রাত হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা জানান, মাদ্রাসার সুপার আব্দুস ছালাম সাহেব সহ শিক্ষকেরা আমার নিকট এসেছিল। চুরির ঘটনার বিস্তারিত বিবরণ জানালো। আমি সাথে সাথে ভাঙ্গা থানার ওসিকে বলে দিয়েছি। সরকারি মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। তদন্ত সাপেক্ষে মালামাল উদ্ধারের চেষ্টা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin