সোমবার, ১২ মে ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তারা দুইজন সাবেক এমপি নিক্সন চৌধুরীর নেতা কর্মী ও সমর্থক ছিলেন। বৃহস্পতিবার ( ১৯ শে সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিরু খলিফা (৪৫) এবং আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনার রশিদের ছেলে যুবলীগের কর্মী আবু সাঈদ (৪০)। শুক্রবার ( ২০ শে সেপ্টেম্বর)  তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান  জানান, গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশেদুজ্জামান রাজু। ওই মামলায় তারা দুইজন আসামি ছিল, তাই তাদের গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে জানান,  আসামি সাবেক যুবলীগ নেতা নিরু খলিফা ও যুবলীগ কর্মী আবু সাঈদ দুইজনই সাবেক এমপি  নিক্সন চৌধুরী সমর্থক। নিক্সন চৌধুরী এমপি থাকা কালিন সময়  তারা এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানি করতো। তাদের বিরুদ্ধে  বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জবর দখল,  সহ ব্যাপক হয়রানির অসংখ্য  অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোনের প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামিম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে নিরু খলিফাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ৪৪নং আসামি। অপর আসামি আবু সাইদকে পৌরসভার কলেজপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে অত্র মামলার ৪৬ নং আসামী। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin