বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষকের রহস্যজনক মৃত্যু যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা গ্রেপ্তারের ৫ মাস পর জামিন পেলেন চিন্ময় দাস দুর্গাপুরে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা করেনি সরকার : প্রেস সচিব অপু বিশ্বাস-শাওন-জায়েদ খান-নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা পুতুলের ফ্ল্যাট ক্রোকের আদেশ, রিসিভার নিয়োগের অনুমতি ঢাকা পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত ৫১ ফিলিস্তিনি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৩ পূর্বাহ্ন

স্মারক নংঃ ৪৯.০১.৫৮০০.০০৩.০২.০০৩.২০২৪-১৪৩৬
বিষয়ঃ গত ১৫-০৯-২০২৪খ্রিঃ তারিখে প্রকাশিত “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের আলোকে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার বহুল প্রচারিত “দৈনিক যুগান্তর” পত্রিকায় গত ১৫-০৯-২০২৪খ্রিঃ তারিখে ‘‘মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির মহোৎসব’’ নামক শিরোনামে মৌলভীবাজার প্রতিনিধি জনাব হোসাইন আহমদ কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেদনে প্রশিক্ষণার্থীর ভাতার টাকা আত্মসাৎ, রেমিট্যান্স যোদ্ধাদের সনদ বিক্রি, কাচাঁমালের টাকা আত্মসাৎ, তেল বিক্রি, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, বাসা ভাড়া পরিশোধ না করা, ড্রাইভিং লাইসেন্সের নামে টাকা আদায় করা এবং ব্যাক্তিগত সম্পত্তি অর্জন এর কথা বলা হয়েছে। আমরা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী এ ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি।উল্লেখ্য, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি জনাব হোসাইন আহমদ মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ নানারকম ব্লাকমেইল করার প্রচেষ্ঠা চালিয়ে আসছে, যার প্রমাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট রয়েছে। উক্ত প্রতিবেদকের মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মৌলভীবাজার সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজের দোকান (আল-আমিন কম্পিউটার, শমশেরনগর নগর রোড, মৌলভীবাজার) পিডিও কোর্সের অনলাইন ভর্তি বাবদ অতিরিক্ত অর্থ আদায়সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট বাণিজ্য করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে PDO নামক প্রবাস গমনেচ্ছু কর্মীদের জন্য একটি কোর্স ২০১৭ সাল থেকে চালু রয়েছে। সম্প্রতি সরকার মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মৌলভীবাজার এ উক্ত কোর্সটি চালুর অনুমতি প্রদান করেছে। উক্ত দোকান থেকে বিভিন্ন অনলাইন মিডিয়া-এর মাধ্যমে ভর্তির জন্য মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে না মর্মে নিরুৎসাহিত করে শুধুমাত্র মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভর্তির তাগিদ দেয়া হচ্ছে (প্রচারনার কপি সংযুক্ত)। এতে করে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে PDO প্রশিক্ষণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটি একটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ও মামলাযোগ্য অপরাধ।উক্ত প্রতিবেদনে যেসব প্রশিক্ষণার্থীর বরাদ দিয়ে কথা বলা হয়েছে, তাদের প্রায় সবাই প্রতিষ্ঠানে সমবেত হয়ে উক্ত প্রতিবেদকের সাথে তাদের কোনরূপ বাক্যালাপ ও যোগাযোগ হয়নি বলে জানিয়েছে। তারা এ প্রতিবেদনের প্রতিবাদ করে অভিযোগ পত্র অত্র দপ্তরে জমা দিয়েছে (অভিযোগ পত্র সংযুক্ত)।আমরা উক্ত দায়িত্বহীন ও উদ্দেশ্যপ্রণেদিত প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবেদকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এ বিষয়ে মহোদয়ের সহযোগীতা যাচনা করছি।

 

(মোঃ আকতার হুসেন)
অধ্যক্ষ
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার
Emailt ttcmoulvibazar@gmail.com
মোবাইলঃ০১৭৭৫-৯৪৮৬৬২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin