বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-২ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন সুজন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ‘নীরব ভোট বিপ্লবের’ প্রত্যাশা জামায়াত সমর্থকদের নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত ন্যায়বিচারের ছায়া পৌঁছে দিতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই, দেশে ফিরে জামায়াত আমির আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফ্জু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পূর্বাচলে প্লট দেয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন শহর প্রকল্পে (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে নেওয়া প্লট বাতিল করে প্লট দেওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা ৩’শ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) লেংটার মাজার এলাকায় ৩’শ ফুট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী সোলেয়মান, কাসেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, মোতালিব মিয়া, গোফরান মিয়া, এডভোকেট জাকারিয়া, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম ও রতন মিয়াসহ আরো অনেকেই জানান, উপজেলার ভোলানাথপুর, ইউসুফগঞ্জ, আলমপুরা, পড়শী, হারারবাড়ি, পিংলান, ডেলনা, থামসি, কুমারটেক, গোবিন্দপুর, চাপরি, হিরনাল, রঘুরামপুর ও পলখানসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে নতুন শহর প্রকল্প (পূর্বাচল উপশহর) গড়ে উঠেছে। প্রায় দুই হাজার আদিবাসী আবেদন করে বছরের পর বছর বছর ঘুরেও প্লট পায়নি। নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে প্লট নিয়েছেন অনেকে।

এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও একই কায়দায় প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। আর যারা প্রভাব খাটিয়ে প্লট বাগিয়ে নিয়েছেন ঐসব প্লট বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর তা না হলে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। এ সময় বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি জানান। দাবিগুলো হলো, এ ধারায় আওয়ামী পরিবারের বরাদ্দ কৃত সকল প্লট বাতিল করতে হবে, যারা আবেদন করতে পারে নাই। তাদের আবেদন করার সময় দিতে হবে। আদিবাসী ক্ষতিগ্রস্ত দের প্লট বরাদ্দ দিতে হবে, বৈষম্য হীন ভাবে আদিবাসীদের ৩ কাঠা ৫ কাঠা সারে ৭ কাঠা ১০ কাঠা প্লট বরাদ্দ দিতে হবে, যৌথ প্লট বরাদ্দ বাতিল করে।

একক নামে প্লট বরাদ্দ দিতে হবে, ক খ গ এয়ার্ড যাদের তাদের প্লট দিতে হবে, রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে, ১৪২ তালা টাওয়ার নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে, জল সিড়ি বসুন্ধরা সাথে বিল্ডিং করার ক্ষেত্রে ফারের বৈষম্য দুর করতে হবে, ছিন্নমূল আদিবাসীদের ফ্ল্যাট এর ব্যবস্থা করতে হবে, জিলমিল উত্তরা ১৬ শতাংশ ক্ষতি গ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয় আমাদের মাঝে বৈষম্য দুর করে ১৬ শতাংশ প্লট বরাদ্দ দিতে হবে ও আওয়ামী গোপালী শেখ নজরুল ডিরেক্টর শেষ শাহিন কালো আইন করে আদিবাসীদের জেনারেল এর নামে ২ লাখ অতিরিক্ত ফ্রি সহ সকল হয়রানি বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin