বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে ময়মনসিংহ-২ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন সুজন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ‘নীরব ভোট বিপ্লবের’ প্রত্যাশা জামায়াত সমর্থকদের নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত ন্যায়বিচারের ছায়া পৌঁছে দিতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই, দেশে ফিরে জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

আহমেদ সাজু, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক বিকাশের দোকানদারকে ইয়াবা ব্যবসায়ী বলে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১সেপ্টেম্বর মির্জাপুর উপজেলার দেওহাটা বাজারের বিকাশ ব্যবসায়ী ও মামলার বাদী মিজানুর রহমানসহ আরিফ নামে একজনকে নিয়ে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফিরতেছিল। কুমারজানি পূর্ব পাড়া আমজাদের আলীর বাড়ির কাছে এলে সাদা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১১-৯০৯৪)সহ ১০-১২জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে বলতে থাকে ,”তুই ইয়াবা ব্যবসা করিস”এমন কথা বলেই টেনে হিচঁড়ে গাড়িতে তুলে হ্যান্ডকাপ লাগিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে।

পরে মিজানুরের কাছে থাকা নগদ প্রায় ১লক্ষ ৭৬হাজার টাকা ব্যবসায়ী কাজে ব্যবহৃত ৫ মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে ঘারিন্দা আন্ডারপ্রাস এলাকায় দুজনকে ফেলে যায়।আহত মিজানুর রহমান স্থানীয়দের সহযোগিতায় মির্জাপুর থানায় অজ্ঞাত নামে একটি মামলা করলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মির্জাপুর দেওহাটা আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া সিরাজগঞ্জ জেলার পশ্চিম গজারিয়া থানার ইনছাব আলীর ছেলে সুমন মিয়া(৩২)অপরজন একই উপজেলার সোলাইমান মিয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০)।আসামিদের গ্রেপ্তার শেষে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন,খুব দ্রুত সময়ে আসামি শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও জানান,জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin