
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ছাগল, ছাগলের খোয়াড় এবং ছাগলের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় কর্মকর্তা, কর্মচারী,মৎস্য জীবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কৃষি কর্মকর্তা জীবাংশু দাস। এসময় মৎস্য সংশ্লিষ্ট, বিভিন্ন এলাকার নিবন্ধিত মৎস্য চাষী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী বলেন, নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য অফিস।
কার্যক্রম বাস্তবায়নে উপজেলাধীন বিভিন্ন গ্রামের নিবন্ধিত জেলেদের মধ্য থেকে যাচাই- বাছাইয়ের মাধ্যমে ২০জন দরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে ৪০টি ছাগল, ২০টি ছাগলের খোয়াড়, এবং ছাগলের খাবার বিতরণ করা হয়।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন,যারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে তারা যেনো মাছ না ধরে, তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে এই ছাগল এবং ছাগলের খোয়াড় পেয়েছেন তারা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পারেন।”