মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী বাবুর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে দেয়নি পরিবার। একই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত আরেকজন আশরাফুল ইসলামের লাশও ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে না দেওয়ায় ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত ৫ আগস্ট কুষ্টিয়া সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাবু ও আশরাফুল নিহত হন। ৩ অক্টোবর পৃথক মামলায় তাঁদের লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ তুলতে যান। তবে লাশ তুলতে গেলে দুই পরিবারই আপত্তি জানায়। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা ফিরে যান।
মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুরে শহরের থানাপাড়া এলাকায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সুরুজ আলী বাবু (৩২)। এ ঘটনায় ১৫ আগস্ট রাইসুল হক নামে এক আন্দোলনকারী বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত বাবু সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন লাশ উত্তোলনের ব্যাপারে বেশ কিছু বিষয় লক্ষ্য করে ম্যাচ সেন্টিমেন্টকে আমলে নিই। ওই মুহূর্তে কোনো তড়িৎ সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে চলে আসি। তাদের (নিহতের পরিবার) মূল চাওয়াকে আমলে নিই।