নুরুল আমিন, ফুলপুর ময়মনসিংহ থেকে : ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা কারীদের প্রতিহত করা হবে। তিনি বৃহস্পতিবার রাতে ফুলপুর পৌর শহরের ঘাস ফরিং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি আরো বলেন ত্রান বিতরন, পুজা পরিদর্শন সহ নানা অজুহাতে বঞ্চিত আওয়ামী লীগের কর্মী পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জনৈক নেতা সহ কতিপয় স্থানীয় নেতা।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী আওয়ামী লীগ এর কোন নেতাকর্মীর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ড তদন্ত শেষ না হওয়া পর্যন্ত করতে পারবেনা প্রজ্ঞাপন জারি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন সাইফুল হত্যাকারীদের এখনো গ্রেপ্তার না করায় তারা প্রকাশ্যে আসার সাহস পেয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেলে আমরা এদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবো। সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃত্বে ছিলেন।