একেএম,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার) : ধর্ম প্রান মানুষ যায় মসজিদে ইবাদত বন্দেগী করতে ,আর গুটিকয়েক মানুষ রুপি চোর যায় চুরির ধান্ধায়। তেমনি এক জঘন্যতম ঘটনা ঘটেছে যমুনা ফিউচার পার্কের ৫ম তলায় নামাযের কক্ষে ,মাগরিবের নামায আদায় করতে যাওয়া মহিলা হোসনে আরা জেসমিনের সাথে। তিনি যানান , আমি গত ২৫/১০/২০২৫ ইং তাং কেনাকাটা করি যমুনা ফিউচার পার্কে, ০৮ ভরি গহনা, আই ফোন ১৩ প্রো ম্যাক্স ,যাহার EMEI NO 35302794984350,স্ট্যান্ডাড চার্টার ব্যাংকের ক্রেডিট কার্ড ,ইবিএল এর ক্রেডিট কার্ড ,আমার এনআইডি কার্ড সহ কিছু টাকা।
এগুলো আমার পার্সে গচ্ছিত ছিল। মাগরিবের আযান হলে নামাযের রুমে যাই। নামাযের রমেই চোর বেশী দুজন মহিলা আমার ব্যাগ নিয়ে দ্রুত নামাযের স্থান ও মার্কেট ত্যাগ করে। যাহা মার্কেটের ভিডিও ভুটেজে দেখা যায়। আমি ভাটারা থানায় সাধান ডায়েরি করি –২০১৮ তাং -২৫/১৯/২০২৪. জেসমিন আরো বলেন, কিছু ছদ্মবেশী মহিলা নামাযের নামে ,মার্কেটের পানজেগানায় এমন চুরি করে যাচ্ছে। সে বিষয়ে মার্কেট কমিটির আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ।