বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রসাশন ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু গফরগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ বালু বিক্রিতে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা গোল্ডস্যান্ডস গ্রুপের আকর্ষণীয় প্যাকেজ উদ্বোধন গফরগাঁও উপজেলাতে চলছে ভুয়া সনদে চাকরী স্কুল,মাদ্রাসাগুলোতে”অনুসন্ধানে শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া ইয়েমেন-লেবানন-সিরিয়া-গাজায় একই দিনে হামলা ইসরায়েলের পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা ফিরোজার পথে খালেদা জিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:১৫ অপরাহ্ন

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করবো।  বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন আহমেদ একথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম ট্রাম্প ও লং ট্রাম্প পরিকল্পনা হাতে নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট সেটাই দিতে সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ  বলেন, গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থমন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, উনি শুধু আমাদের সঙ্গে নয় তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে বুধবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর এ প্রথম বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।   বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin