বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আগামী শনিবার গফরগাঁওয়ে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

প্রতিনিধি নিরব: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে তারুণ্য সমাবেশের উদ্যোগে আগামী ১৬/১১/২৪ (শনিবার) বাদ আসর শুরু হতে যাচ্ছে নবী সা. এর জীবনি শীর্ষক সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জানা যায়, এই অনুষ্ঠানকে উপলক্ষ্য করে গফরগাঁও উপজেলার স্কুল কলেজ আলিয়া ও কওমিসহ সর্বস্তরের ছাত্রদের অংশগ্রহণে সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপ থেকে প্রতি গ্রুপে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি সাইকেল। দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি করে ল্যাপটপ।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছাত্র-শিক্ষকদের আগ্রহ চোখে পড়ার মতো।

সিরাত কনফারেন্সের ব্যাপারে কথা বললে আয়োজকরা জানান, তরুণরা রাজনৈতিকভাবে যাকে আদর্শ মনে করে তার জীবনেতিহাস কমবেশ তাদের জানা আছে। খেলোয়াড়দের মধ্যে পছন্দের তালিকায় যারা রয়েছেন, তাদের সম্পর্কে অনেক কিছু বলতে পারে। কিন্তু মুসলিম হিসেবে নবী সা. এর জীবনাদর্শ সম্পর্কে নূন্যতম জ্ঞান অনেকের নেই। সে শূণ্যতাবোধ থেকেই আমাদের আয়োজন। এটাকে সার্থক করতে আমরা আমন্ত্রণ করেছি এমন গুণিজনদের— যারা তরুণদের পালস বুঝতে পারে। যেমন তাদের মধ্যে রয়েছেন— শায়খ মুসা আল হাফিজ, কবি সাইফ সিরাজ, আহমদ বদরুদ্দীন খান, মুফতি আমীর ইবনে আহমদ। তাছাড়া স্থানীয় ওলামায়ে কেরামসহ জেনারেল শিক্ষিত গুণিজনও উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin