চীফ, মোঃআমিনুল ইসলাম চঞ্চলঃ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সাত কোটি মানুষের হৃদয়ের রক্ত ঝরা এই ১৬ই ডিসেম্বর স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। আজ সেই মহান স্বাধীনতার মহানন্দে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর উদ্যোগে ১৬ ডিসেম্বর বিকেল তিন ঘটিকার সময় গফরগাঁও মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। উক্ত টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করেন একটি মুক্তিযোদ্ধা দল বনাম মুক্তিযোদ্ধা প্রজন্ম দল দুটি দলের মাঝে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন সময় নির্ধারণ করে দেন এবং নিজে বল মেরে আনন্দময় খেলাটি শুভ উদ্বোধন করে দেন।
খেলার একপর্যায়ে গোল শূন্য হলে, খেলাটি ড্র ঘোষণা করা হয়। হাজারো হাজার দর্শকদের মাঝে ছিল আনন্দ উল্লাস এবং বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষ এবং সরকারি কর্মচারী কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং এত সুন্দর খেলাটি উপহার দেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। খেলা শেষে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবা্ইয়া ইয়াছমিন সব খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন এবং এই স্বাধীনতার বিজয় যেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখতে পারে এমন প্রত্যাশা করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব দেন আমিনুল ইসলাম চঞ্চল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমিনুল হক চঞ্চল প্রতিদিনের বাংলাদেশ অনলাইন পোর্টাল কে বলেন আগামীতে আরও জাঁকজমক করে এই খেলাটি যেন অনুষ্ঠিত হয় এর জন্য তার পক্ষ থেকে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য জার্সির ব্যবস্থা করবেন।