
ফরিদপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর থেকে চুরি হওয়া গরুসহ ফরিদপুরের বোয়ালমারীতে আবুল হোসেন কাজী (৩৫) ও সাগর বেপারী (৩২) নামে দুই চোরকে পিকআপসহ আটক করে থানা পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় এক নারীকেও আটক করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর এলাকা দিয়ে পিকআপে করে গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে স্থানীয়রা।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীসহ তিন চোরকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১২-৬০৬৪), অর্ধশত ঝুড়ি ও দুইটি গরু উদ্ধার করা হয়।
আটককৃত আবুল হোসেন কাজী শিবচর উপজেলার মাদবরচর গ্রামের শামসুল কাজীর ছেলে ও সাগর ব্যাপারী একই উপজেলার গোয়ালকান্দা গ্রামের নেদু ব্যাপারীর ছেলে এবং ওই নারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গরুসহ দুই চোরকে বোয়ালমারী থানায় রাখা হয়েছে।