আহমেদ সাজু সখীপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকঁড়াজান ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে হেভী ইকুইপমেন্ট দিয়ে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
মঙ্গলবার(২৪ডিসেম্বর)রাত আনুমানিক ৮ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাকঁড়াজান ইউনিয়নে মামুদনগর দুর্গাপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আব্দুস সামাদের ছেলে লিটন মিয়াকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) নাজমুস সামা। ভোরের কাগজের প্রতিনিধিকে মুঠোফোনে তিনি আরও জানান,এইরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।