আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার স্থানীয় সংগঠন তামান্না মহিলা উন্নয়ন সমিতি, জাগরন উন্নয়ন সংস্থা, পল্লী কাল্যান ফাউন্ডেশন, আদর্শ সামাজিক প্রগতি সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে দেওপুর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে “একবার ব্যবহার্য প্লাস্টিক- পলিথিন বর্জন এবং বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধকরণ শীর্ষক স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরে সরকারি পরিচালক জনাব মো: আবদুল্লাহ আল-মতিন, নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে তামান্না মহিলা উন্নয়ন সমিতি ও তামান্না যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে দেওপুর গ্রামে ও ধর্মীয় প্রতিষ্ঠানে দুইশত কম্বল বিতরণ করা হয়।