গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে ২০২৫ মাসিক সভা অনুষ্ঠিত গত ২৭/০১/২০২৫ ইং তারিখে বিকাল ৪:০০ ঘটিকায় ২০২৫ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটি ময়মনসিংহের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন মহোদয়ের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুদীপ্ত তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাননীয় বিচারক জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, ডিসি মহোদয়ের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি কৌশুলী,পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটরসহ জেলা লিগ্যাল এইড কমিটি ময়মনসিংহের সম্মানিত সদস্যবৃন্দ ও পর্যবেক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলএম বর্ষের শিক্ষার্থীদের মাঝে মত বিনিময় সভা ও সনদ পত্র বিতরণ করেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মমতাজ পারভীন মাসিক ও প্রমুখ।