বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অপারেশন ডেভিল হান্ট’ ফরিদপুরে ইউপি সদস্যসহ ৯ আ.লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
Oplus_131072

ফরিদপুর  প্রতিনিধি:
ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার সকাল পর্যন্ত এক জনপ্রতিনিধিসহ ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউপি সদস্য, আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সক্রিয় কর্মী পল্লীবেড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান (৩১), একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমাদ্দারপাড়া গ্রামের বাসিন্দা আয়ুব ভুইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসদরের কোটপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর আলম (৫০) ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাগলদী গ্রামের বাসিন্দা কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০) এবং আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮), একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ সেলিম (৪৫)।
এছাড়া মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাকির আহম্মেদ টোকন (৫৮), কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামারখালী গ্রামের বাসিন্দা মো. তারেক ওরফে শান্তকে (৪৫)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুরের মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, যৌথ বাহিনীর অভিযানে গত ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin