মোঃ আমিনুল ইসলাম চঞ্চল:গফরগাঁও উপজেলা যশোর ইউনিয়নের কুশ্শাপুর গ্রামে তিন সন্তানের জননী মারজিয়া আক্তার কে তার বখাটে স্বামী নাজমুল হক (পিতা মামু সরকার)দাড়ালো অস্ত্রের আঘাতে খুন করে পালিয়ে যায়। গফরগাঁও থানা পুলিশের একটি টিম মৃত ব্যাক্তির বাড়িতে উপস্থিত হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তুলে ধরা হবে।