স্টাফরিপোটারঃ আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক আনিসুর রহমান র নেতৃত্বে কমিটির আলোচনা ওি পরিচিতি সভা জন সেবা কার্যক্রম এর মাধ্যমে শুরু করা হয়।
নিজস্ব অর্থায়নে বিভিন্ন জায়গা ও অসহনীয় রাস্তা গুলি মেরামতের মাধ্যমে তাদের মানবাধিকার সংস্থার কার্যক্রম শুরু করেন।
এ সময় মানবাধিকার কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা করেন যে তাদের মন-মানসিকতা সমাজের অসহায় ও কষ্টদায়ক রাস্তা সহ সব মিলিয়ে মানুষের অধিকার পূরণ হবে এমন কর্মকাজ সম্পাদন করার কথা ব্যক্ত করেন। সব শেষে উপজেলা আহ্ববায়ক আনিসুর রহমান সকলের উদ্দেশ্য করে বলেন আমরা মানসিকভাবে বিকৃত হয়ে গিয়েছিলাম কিন্তু এই নতুন দিগন্তের ছাত্র-জনতার নতুন স্বাধীনতার শীতল হাওয়ায় আমরা অভিভূত হয়ে আমাদের সংস্থাটির সংবিধান অনুযায়ী মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এই ব্যাপারে গফরগাঁও প্রশাসন,রাজনৈতিক মহল ব্যবসায়ী বৃন্দ,শ্রমিক ,সাধারণ জনগণের আস্থার পথিক হয়ে যেন চলতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করেন এবং ইফতার পরিবেশন করা হয়।