স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ,ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সম্মানে এবং ফ্যাসিবাধবিরোধী আন্দোলন ও ফিলিস্তিনের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সভায় ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন এবং ফিলিস্তিনি শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ। আরও বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা সাইয়ীদ আহম্মদ, শেখ হাসনাত জনি, রাসেল আহমেদ সহ আরো অনেকে ।
ইফতার মাহফিলের পাশাপাশি আলোচনা সভায় মাহে রমজানের গুরুত্ব এবং সমাজে কল্যাণমূলক কর্মকাণ্ড এর ভূমিকা তুলে ধরা হয়।