আয়নাল ইসলাম:
গফরগাঁও উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও সালটিয়া ব্রিজ সংলগ্ন মাঠে (১৫,এপ্রিল) এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে রঙে-রূপে ধারণ করে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় প্রাণখোলা আনন্দে।
প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন, এম আব্দুল্লাহ মামুন,বলেন আমরা এই আয়োজনে সত্যিই সাফল্য অর্জন করেছি, তা মাঠভর্তি সকল বয়সের মানুষের উপস্থিতিই বলে দেয়, তাই এভাবেই আমরা নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে,সকল মানুষের জন্যেই কাজ করে যেতে চাই।
সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি,আয়নাল ইসলাম, গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক রুবেল মাহমুদ, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম মামুন এবং যুবদল নেতা সাদিকুর রহমান সাদেক সহ আরো অনেকে।
ঘুড়ি উড়ানো উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।