ময়মনসিংহের গৌরীপুরে ১৯৮১সনে প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের গর্ভনিং বডি গঠন কল্পে
অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষনা করেছেন কলেজের অধ্যক্ষ।
কিন্ত আশ্চর্যের বিষয় হলো কোন প্রকার প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা করা হয়েছে।সুত্রে জানা গেছে ১৮ মে ২০২৫ এ অনুষ্ঠিত হবে এ অভিভাবক নির্বাচন।এ বিষয়ে কলেজের নাম প্রকাশনাকরারশর্তেকয়েকজনশিক্ষার্থীজানিয়েছেনতারাএনির্বাচনঅনুষ্ঠিতহওয়ারবিষয়েশ্রেণীকক্ষেকোনবিজ্ঞপ্তনইসুবাদে অভিভাবকগনও কেউ কিছু জানে না।০৬ মে দুপুর ১ টায় অভিভাবক হারুনূ রশীদ তালুকদার বলেন, আমি আজ জেনেছি অভিভাবক নির্বাচন । মনোনয়ন পত্র কিনতে এসেছি। কিন্ত নির্বাচন কতৃর্পক্ষ আমাকে মনোনয়ন পত্র দিতে পারেনি।কলেজ সুত্রে জানা গেছে অপ্রকাশিত তফসিল ঘোষনায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল । আপত্তি গ্রহন ৩০ এপ্রিল বিকাল ৫ টা। ছুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ মে। মনোনয়ন বিতরন ৬ মে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র জমাদান ৭ মে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাচাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৮ মে বিকাল ৪টা। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১২ মে বিকাল ৪টা। ছুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে বিকাল ৪টা। ১৮ মে রবিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।৬ মে দুপুর ২ টায় কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের স্বল্পসময়ের নির্বাচন গ্রহনের অনুমতি দেওয়া প্রচার-প্রচারনা তেমন ভাবে করার সময় না পাওয়া প্রচার কম হয়েছে।
তবে তফসিল ঘোষনা করা হয়েছে।ভোটার সংখ্যা ১৯৪৫ জন। বেলা ২টা পযর্ন্ত কেউ মনোনয়ন পত্র কিনেনি। মনোনয়ন পত্র ৩ হাজার টাকা ( অফেরতযোগ্য) ধার্ষ করা হয়েছে।
অধ্যক্ষ আরো বলেন, নির্বাচনের তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। এসময় সাংবাদিকরা নোটিশ বোর্ড কোন নোটিশ দেখতে পায়নি।