মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার শুরা অধিবেশন ২০২৫-২৬ ইং সেশন স্হানীয় মজলিস মিলতায়নে শনিবার ১০ মে ২০২৫ ইং সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। অধিবেশনে শুরা সদস্যদের গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুল করিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি জুবায়ের আহমদ। মহানগর সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম এর সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম,সহকারী কমিশনার কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জোন পরিচালক অধ্যাপক শাহাবুদ্দিন আহমদ খন্দকার। পরে নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট নতুন ময়মনসিংহ মহানগর কমিটি, মহানগর শুরার সদস্যগন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। নিম্নে কমিটির বিস্তারিত দেওয়া হলো-সভাপতি অধ্যাপক আব্দুল করিম,সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানি মাওলানা মশিউর রহমান,মাওলানা আশরাফ আলী, মাওলানা সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবর রহমান সাগর ও দেলোয়ার হোসেন। সাংগঠনিক ও ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুস সাকিব,
বাইতুলমাল ও দফতর সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান অপু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,উলামা বিষয়ক সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ শ্রম বিষয়ক সম্পাদক ক্বারী এহসানুল হক,যুব বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল নোমান। নির্বাহী সদস্য মাওলানা মতিউর রহমান শেখ, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা হাবিবুর রহমান শাহজাহান,কমিটি গঠনের পর দোয়ার মাধ্যমে শুরা অধিবেশন সমাপ্ত করা হয়েছে।