সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড্রাইভার শুভ ও নগর পরিকল্পনাবিদের বেপরোয়া ঘুষ বানিজ্য ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫ রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মশালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে বালু মহলের ইজারা বন্ধের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারদের পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের কফিন মিছিল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক ফরিদপুরে সীমানা বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত,আহত২জন ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে কুপ্রস্তাব দিলেন প্রধান শিক্ষক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের কফিন মিছিল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার (১৮ মে) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে এদিন লেনদেনে শেষে বিনিয়োগকারীরা মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ ব্যাংকের সামনে ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন।এ সময় বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন। একইসঙ্গে তারা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণের দাবি জানিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ধারাবাহিক পতনের ফলে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর প্রতিবাদে রবিবার দুপুরে দিকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন, সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.০১ পয়েন্ট কমে ১ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

এদিন ডিএসইতে মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫০.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৮১ পয়েন্ট কমে ৮৬৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৯.৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। সিএসইতে ১০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin