রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া তিনি আগামীতে দেশের ক্রীড়াঙ্গন নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেন, ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে।
অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ গড়ে তোলা হবে। যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে। রবিবার (১৮ মে) লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, শুধু ক্রিকেট নয়, আরও অন্যান্য ক্রীড়ার মাধ্যমে যেন বিশ্ব বাংলাদেশকে চেনে এমন উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সম্ভব বলেও এসময় মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়।
আগামীতে দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার প্রত্যয়ের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ট্যালেন্ট হান্টের মাধ্যমে আগামীতে খেলোয়াড় বের করে আনা হবে। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।