সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সীমানা বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ফরিদপুর সালথায় দু-দলের সংঘর্ষ ও ভাচুর, আহত-১৫ কলার ভেতর চেতনানাশক খাইয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার পরকীয়ার স‌ন্দে‌হে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান ঢাকা থে‌কে গ্রেপ্তার কুষ্টিয়ার দুই আ.লীগ নেতা ও এক যুবলীগ নেতা‌ কারাগা‌রে এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করলো সৌদি দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন পরিকল্পনা তারেক রহমানের মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ গণঅভ্যুত্থান ঠেকাতে অর্থায়ন, কারাগারে নুসরাত ফারিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকা থে‌কে গ্রেপ্তার কুষ্টিয়ার দুই আ.লীগ নেতা ও এক যুবলীগ নেতা‌ কারাগা‌রে

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ রবিবার (১৮ মে) দুপুরে তাদের আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হ‌লেন,কুষ্টিয়া সদর উপ‌জেলা আওয়ামী লীগের কোষাধ‌্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম ব‌লেন,বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওমর ফারুক,রেজাউল ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার নামীয় আসামী মীর রেজাউল ইসলাম। তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলামকে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তীতে শুনানী হবে। অপরদিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপি কর্মি ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin