শংকর দাস পবন, ঝালকাঠি: সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। রবিবার (১২ অক্টোবর) সকালে ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে মাননীয় জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, পৌর প্রশাসক কাওছার হোসেন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তাপস কুমার শীল,জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.রিফাত আহমেদ। কর্মসূচির আওতায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক – প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।জেলা সিভিল সার্জন অফিস এই উদ্যোগ নিয়েছে।যার সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). উদ্যোক্তারা জানান,এই টিকাদান কর্মসূচি স্থানীয় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টাইফয়েড প্রতিরোধে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করবে।