বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নানা সংশয় ও প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাকসু প্রতিষ্ঠার ৬৩ বছরে এটি ১৫তম নির্বাচন। পাকিস্তান আমলে হয়েছে সর্বাধিক ৮ বার নির্বাচন। ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও পরবর্তী স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাকসু ও ছাত্র সংগঠনগুলো রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাধীনতার পর নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও রাকসুর অবদান অনস্বীকার্য। তবে স্বাধীনতার পাঁচ দশকে মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাকসুর ইতিহাসে এবারের নির্বাচন সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন, প্রায় ২৯ হাজার শিক্ষার্থী একসঙ্গে ভোট দেবেন এবং প্রথমবারের মতো প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হয়েছে।

৪৩ পদে লড়ছেন ৯১৮ প্রার্থী : নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী, যার মধ্যে নারী ২৬ জন। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন এবং ১৭টি হলে হল সংসদের ১৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী লড়ছেন—যা রাকসুর ইতিহাসে সর্বোচ্চ।

মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ৯টি ভবনে ১৭ কেন্দ্র ও ৯৯০ বুথে শিক্ষার্থীরা ভোট দেবেন। যেসব কেন্দ্রে হবে ভোটগ্রহণ : প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে রাকসু, সিনেট প্রতিনিধি ও হল সংসদের ভোট গ্রহণ হচ্ছে।

সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে জুলাই-৩৬ ও রোকেয়া হলের ৪৬৬৫ ভোটার, মমতাজ উদ্দিন কলা ভবনে মন্নুজান হলের ২৩৭৮ ভোটার, রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে তাপসী রাবেয়া, খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ৪২৮২ ভোটার, ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে হবিবুর রহমান ও শামসুজ্জোহা হলের ৪২৫৫ ভোটার, জামাল নজরুল ভবনে বিজয়-২৪ ও লতিফ হলের ২৬৪৭ ভোটার, সত্যেন্দ্রনাথ বসু ভবনে ফজলুল হক ও মতিহার হলের ২৮৬৪ ভোটার, জগদীশ চন্দ্র ভবনে মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলের ৩৭৫৫ ভোটার এবং জুবেরী ভবনে আমীর আলী ও শাহ মখদুম হলের ৩০৪২ শিক্ষার্থী ভোট দেবেন।

ভোটারদের জন্য নিয়মনীতি : নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের অবশ্যই শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। ভোট দেওয়ার আগে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

করণীয়

১. শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া।

২. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা।

৩. প্রার্থীর নামের পাশে সাইনপেন দিয়ে (দ্ধ) চিহ্ন দেওয়া।

বর্জনীয়

ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান, প্রচার-প্রচারণা, বিশৃঙ্খলা বা ভয়ভীতি প্রদর্শন, মোবাইল, ক্যামেরা বা অন্য ইলেকট্রনিক ডিভাইস বহন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর, ১৯৫৬-৫৭ মেয়াদে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়—তখন নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন। ১৯৬২ সালে এটি রাকসু নামে পরিচিতি পায়। ১৯৬২ থেকে ১৯৯০ সালের মধ্যে ১৪ বার নির্বাচন হয়, যদিও পরিকল্পনা ছিল ২৮ বার।

১৯৯০ সালের সর্বশেষ নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী, যিনি পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাকসুর নেতৃত্বে ছিলেন হায়দার আলী, নূরুল ইসলাম ঠান্ডু, ফজলুর রহমান পটল, ফজলে হোসেন বাদশা ও রাগিব আহসান মুন্না।

১৯৯০ সালের পর রাকসু কার্যত অচল হয়ে যায়। মাঝেমধ্যে আন্দোলন ও দাবি উঠলেও, ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর পুনরুজ্জীবনের আহ্বান ছাড়া কোনো অগ্রগতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin