মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়,
শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতি কারো কাম্য নয়।
আন্দোলন দমনের জন্য পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে মোতায়েন করা চলবে না। অত্যন্ত পরিষ্কারভাবে জানাচ্ছি-পুলিশকে সাময়িক রাজনৈতিক প্রয়োজনে বা আন্দোলন দমনের অজুহাতে লাঠিয়াল ভূমিকায় নামানো হলে তা সরাসরি সংঘাত সৃষ্টি করবে এবং অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।
পুলিশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তারা ঘুরে দাঁড়াতে চাইছে।জনগণের পুলিশে হতে চাইছে। সেই প্রচেষ্টায়, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি বাধা হয়ে দাঁড়াবেন না।
সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান করুন।
(হাসানাত আব্দুল্লার ফেসবুক পেইজ থেকে নেয়া)