তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি চলছেবহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগের তৃতীয় দিনের শুনানি চলছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এদিন সকাল থেকেই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন মামলার বিভিন্ন পক্ষের আইনজীবীরা। আদালতের কক্ষ ছিল সাংবাদিক ও পর্যবেক্ষকে পরিপূর্ণ। এর আগে, বুধবার দ্বিতীয় দিনের শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবী চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ করেন।
শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসে, তবে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কি না?
এ সময় রিটকারীদের পক্ষে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে সেটিকে অন্তর্বর্তী সরকারের সংজ্ঞার মধ্যে আনা যেতে পারে। তবে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আদালতের রায়ে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।
গত মঙ্গলবার একই বেঞ্চে এই মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া তার বক্তব্য শুরু করেন। পরবর্তীতে বিএনপি, জামায়াতে ইসলামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও আদালতে তাদের যুক্তি তুলে ধরেন।