
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের অবস্থান
সাংবাদিকদের উপর হাম’লা, হয়রানি ও মিথ্যা মামলা’র প্রবণতা দিন দিন বাড়ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে নানা ধরনের হু’ম’কি, চাপ ও সহিংসতার। এই পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সাংবাদিক সংগঠনগুলো।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এসব বিষয়ে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছে। সংগঠনটি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে কথা বলছে, আইনি সহায়তা প্রদান করছে এবং ন্যায়বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যখন একজন সাংবাদিক সত্য প্রকাশের জন্য নিপীড়নের শিকার হন, তখন সেটা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর হামলা নয়, সেটা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হা’ম’লা।
এ ছাড়াও তিনি বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি, এবং থাকব। সাংবাদিকদের বি’রু’দ্ধে করা মিথ্যা মামলা, হামলা কিংবা যেকোনো হয়রানির বিরুদ্ধে আমরা আইনগত ও সামাজিকভাবে রুখে দাঁড়াবো। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান,দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা হোক।
ইতিমধ্যে সংগঠনটি বেশ কয়েকটি ঘটনায় নির্যাতি’ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার রক্ষার চেষ্টা করেছে।
সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ দায়িত্ব কেবল সংগঠনের নয়, বরং রাষ্ট্র, প্রশাসন ও সাধারণ মানুষেরও। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মতো সংগঠনগুলো সাংবাদিকদের অধিকার রক্ষায় যে ভূমিকা রাখছে, তা সত্য প্রকাশে উৎসাহী সাংবাদিকদের সাহস জোগাবে।
(সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ)