চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মিজান এবং এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ নিয়ে মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একই মামলায় আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুর, ছিন্নমূল এক নং সমাজের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরও আগে সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে র্যাব কর্মকর্তা ও সদস্যরা হামলার শিকার হন। বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি র্যাব টিম আসামি গ্রেফতারের জন্য অভিযান চালাতে গেলে স্থানীয় দুর্বৃত্তরা তাদের আটকে বেদম মারপিট করে। হামলায় চট্টগ্রাম র্যাবের উপ-সহকারী পরিচালক মো. তওহীদ নিহত হন। চারজন গুরুতর আহতকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তওহীদ র্যাবের ডেপুটেশনে বিজিবি থেকে যোগ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছর দেশের রাজনৈতিক পরিবর্তনের পর পাহাড় দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে একাধিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন বারবার অভিযান চালিয়ে পাহাড় কাটা ও উচ্ছেদে চেষ্টা করলেও নিরাপত্তা ও ভৌগোলিক বাধার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি।