বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁও জনতার হৃদয়ে ”এবি সিদ্দিকুর রহমান

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

জেলা প্রতিনিধী আনিসুর রহমানঃ

গফরগাঁও মিনি স্টেডিয়ামের লোকের অবস্থায় বোঝা যায় এবি সিদ্দিকুর রহমান কোন অবস্থানে আছেন। এটা যেন বিজয়ের স্রোত,,

আজ বুধবার বিকাল ২৮ শে জানুয়ারী বিকলে ০৩ ঘটিকা হইতে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এবি সিদ্দিকুর রহমানকে সমর্থন জানাতে বিশাল বিশাল মিছিল নিয়ে গফরগাঁও পৌরসভার মিনি স্টেডিয়ামে জড়ো হতে থাকে এবং এসময়  গফরগাঁও  মমতাময়ী সিংহ পুরুষ এর সুযোগ্য ছেলে এবং  রহমান পরিবারের উত্তরসূরি গফরগাঁও উপজেলার সর্বস্তরের হৃদয়ের মণি মুশফিকুর রহমান ও নেতৃবৃন্দরা হাততালির মধ্য দিয়ে মিছিলকে স্বাগত জানিয়ে মিছিলকারীদের কে গ্রহণ করেন ।আসরের পূর্বেই স্টেডিয়ামের কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং মুশফিকুর রহমান অত্যন্ত যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন  এবং গফরগাঁও জনতার কাছে আকুল আবেদন জানান যেন এবি সিদ্দিকুর রহমানকে হাস প্রতীকে ভোট দিয়ে গফরগাঁও উন্নয়নের সুযোগ দেন। মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন গফরগাঁওয়ে বিএনপি’র সংগঠনকে পরিচিত করে তুলেন তার পিতা মরহুম ফজলুর রহমান সুলতান র মাধ্যমে। তিলে তিলে গফরগাঁওয়ের আম জনতা, কৃষক, শ্রমিক সবার ধারে ধারে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে সবার মাঝে পরিচিতি করে তোলেন এবং এতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন রহমান পরিবার।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মুশফিকুর রহমান বলেন আমরা কি দোষ করেছিলাম এত বছর সংগঠনের জন্য এত কিছু ত্যাগ স্বীকার করেছি তার বিনিময়ে আজ আমাদেরকে বহিষ্কার করেছে। আমি দৃঢ় প্রতিজ্ঞা করে বলতে পারি এই বহিষ্কারে আমার কিছু আসে যায় না আপনারা গফরগাঁওবাসী যদি আমাকে সাথে নিয়ে এবং আমাকে আপনাদেরকে খেদমত করার সুযোগ দেন তাহলে এই বহিষ্কারাদেশ আমাদের কিছু আসে যায় না।

আপনারা জানেন হে গফরগাঁও বাসি আমারপিতা এবং আমার চাচা উনারা এই দলকে ভালোবেসে কতইনা নির্যাতিত হয়েছেন। হে প্রিয় গফরগাঁওবাসী আমি আল্লাহর কাছে বিচার দিলাম এবং গফরগাঁও বাসীদের কাছে বিচার দিলাম কি অন্যায় করেছিলাম আমাকেও বহিষ্কার করেছে ? হে প্রিয় গফরগাও বাসি আপনাদের প্রতি অভিরল শ্রদ্ধা ,ভালোবাসা,স্নেহ দিয়ে আশা করছি এই রহমান পরিবার কে আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন এই বিশ্বাস এই আশা আপনাদের প্রতি।

জনসভার উপস্থিতিতে প্রতিদিনের বাংলাদেশকে নেতৃবৃন্দরা বলেন গফরগাঁয়ের প্রতিটি জনতার হৃদয়ে যে আঘাত বিএনপি পক্ষ থেকে দিয়েছে তা জীবনেও ভুলার মত নয়। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই  রহমান পরিবারের প্রতি যে গভীর ভালোবাসা শ্রদ্ধা গফরগাঁওয়ের তা আচ করতে পারে নাই যার কারনেই হয়তো বা এবি সিদ্দিকুর রহমানকে নমিনেশন না দিয়ে গফরগাঁওয়ের প্রতিটি জনতাকে খুরাঘাত করেছে বলে আমরা মনে করি। কজন সফল ব্যবসায়ী বলেন এবি সিদ্দিকুর রহমানের কাছে গফরগাঁও নিরাপদ আমরা দল মত নির্বিশেষে এবি সিদ্দিকুর রহমানকে ভোট দিয়ে সংসদে পাঠাবো এটাই আমাদের প্রত্যাশা।

সমাবেশ শেষে  বিশাল একটি মিছিল পৌরশহর পদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin