ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ইউএনও অফিস সহায়ক মো. টিটু
মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে তার ভাবমূর্তি
ক্ষুন্ন করা সহ তাকে নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বীর
মুক্তিযোদ্বা পুত্র মোঃ টিটু মিয়া অভিযোগ করে বলেন, হামিরদী গুচ্ছগ্রামে
অনিয়মের নানা মুখরোচক গল্প ফাদিয়ে একটি সুযোগসন্ধানী চক্র তাকে তার
পিতা বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব সহ তার পরিবারকেও জড়িয়ে
অপপ্রচার চালিয়ে হয়রানি করে চলেছে। চক্রটি তার নিকট(টিটু মিয়া) আর্থিক
সুবিধা দাবী করলে তা না দিতে অপারগতা প্রকাশ করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে
বিভিন্ন দপ্তরে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ তুলে তার কর্মস্থল, তাদের
পরিবারের ভাবমূর্তি ,সুনাম ক্ষুন্ন করে জীবন দুর্বীসহ করে তুলেছে। তিনি
সাংবাদিকদের লিখিত অভিযোগে জানান, সংঘবদ্বভাবে চক্রটি আমার পিতা বীর
মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেবকে ইতপূর্বে উপজেলা মুক্তিযোদ্বা
ডেপুটি কমান্ডার থাকাকালীন মুক্তিযোদ্বা যাচাই বাছাই কমিটিতে স্বাক্ষী
হিসেবে উপস্থিত থাকার সময় এক শ্রেনীর ভ’য়া মুক্তিযোদ্বা তাদের নাম গেজেটে
অন্তভ’ক্ত করার জন্য বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয় এবং চাপ প্রয়োগ করে। কিন্ত
তিনি সুবিধা দিতে অপরাগতা প্রকাশ করেন। ওই চক্রইি আমার পিতা ও আমাকে
ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তিনি দাবী করেন,হামিরদী গুচ্ছগ্রাম নিয়ে তাকে
জড়িয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে গুচ্ছগ্রামে বসবাসকারী কয়েকজন
সুবিধাভোগী এবং যাদের কোন পরিচয় নেই এমন কয়েকজনের নাম ব্যবহার তারা
বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠায়। কিন্ত ওই অভিযোগকারীরা জানান, তারা কারও
নিকট বা কোথাও কোন অভিযোগ কিংবা সাক্ষাতে কারও সাথে কোন বলেনি বলে
জানান। সরেজমিন ওই গুচ্ছগ্রামে গিয়ে কয়েক জন উপকারভোগীর সাথে কথা বললে
তারা জানান,আমরা কারও সাথে আর্থিক লেনদেন বা এ বিষয় নিয়ে কারও সাথে
কথা বলা বা কারও সাথে দেখাও হয়নি। দ্বিতীয়ত ঘরগুলো পেয়ে তারা অনেক আগে
থেকেই বসবাস করে আসছেন। এতদিন পর কেন অভিযোগ তোলা হচ্ছে? টিটু
মিয়া এ প্রতিবেদকের নিকট বলেন,আমাকে আমার পিতা উপজেলা ডেপুটি
কমান্ডার বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেবের নিকট কতিপয়
সুবিধাবাদী সুযোগসুবিধা না পেয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ জন্য আমার
ও আমার পিতার ভাবমুর্তি ক্ষুন্নের প্রচেষ্টার অংশ হিসেবে গুচ্ছগ্রাম থেকে
আর্থিক সুবিধার গল্প ঁেফদে সামাজিক বা পারিবারিকভাবে হেয় করার চেষ্টা
করছে। এদিকে অফিস সহায়ক টিটু মিয়াকে জড়িয়ে এবং তার পিতা বীর
মুক্তিযোদ্বা সাবেক উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার মাহবুব হোসেনকে
জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে তার পিতা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর ও অন্যান্য
দপ্তরে অভিযোগ দিয়েছেন। তারা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ
শাস্তির দাবী জানান।