
মো. হুমায়ুন কবির,গৌরীপুর
স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনীসহ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সোমবার ২৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় গৌরীপুর প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে
প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের আওতায় অনুষ্টানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্টানে উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ হারুণ অর রশিদ। আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,বিদায়ি প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.নাজিমুল ইসলাম,ভেটেরিনারি সার্জন ডা:নাজনিন সুলতান,ইউপি চেয়ারম্যান আল মোক্তাদির শাহিন,গৌরীপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি,ডেইরী এসোসিয়েশানের সভাপতি নুর আলী,সাফিনা সাইলেজের মালিক শামীম হোসেন আলভি,শ্রেষ্ট কৃষক আবুল ফজল প্রমুখ। প্রদর্শনীতে গরু,ছাগল,ভেড়া, হাস-মুরগী,কবুতর,বিভিন্ন প্রজাতির পাখিসহ মোট ৪০টি স্টল অংশ গ্রহন করে। অনুষ্টানে প্রদর্শনীর ৬ ক্যাটাকরিতে মোট ১৬ জনকে পুরস্কারে ভুষিত করা হয়।