
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল আহসান তালুকদার এর সাথে নগরকান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল সরকারি দপ্তর প্রধান, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, ইমাম ও পুরোহিতগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় জেলা পরিষদ হলরুমে মতবিনিময়সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সরকারি দপ্তর প্রধান, সুশীল সমাজ, ইমাম ও পুরোহিতগন, স্থানীয় সাংবাদিকবৃন্দ।