আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোনায় বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১ টায় দিকে জেলা শহরের বনুয়াপাড়া আবু আব্বাস কলেজের সামনের সড়কে নেত্রকোণা জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষকলীগের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিল্কী প্রমূখ। প্রধান অতিথি জেরিন খান বলেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার অধীনে দেশের জনগন আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না। তিনি অবিলম্বে ১০ দফা দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও দেশ বিদেশে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবী জানান।