মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১১ মার্চ দুপুর ১২টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
১৫৩/১১-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহমান শেখ।
বিএসএস’র পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নিউ উদয় ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কাসওয়া।
দুপুর ১২.১৫টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।