বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আজ পল্লীকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:০১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

পল্লীকবি জসীমউদ্দীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ সকাল ৮টায় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৭৬ সালের এই দিনে কবি মৃত্যুবরণ করেন। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। কবির পিতা আনছার উদ্দীন, মাতা আমেনা খাতুন।

কবির শিক্ষাজীবন শুরু হয় ফরিদপুর শহরের হিতৈষী স্কুলে। সেখানে প্রাথমিক শেষ করে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে ১৯২১ সালে এসএসসি, ১৯২৪ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। ১৯৬১ সালে চাকরি থেকে তিনি অবসর নেন।

পল্লীকবি ১৯৭৬ সালে ইউনেসকো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি এবং ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। কবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে ‘নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘এক পয়সার বাঁশি’, ‘রাখালী’, ‘বালুচর’ প্রভৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin