ইসরাত জাহানঃময়মনসিংহের ভালুকা উপজেলার হামিদ ফ্যাশন টেক্সটাইলের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলে। ইমরান সিকদার ও কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন ভালুকা উপজেলার মধ্যে হামিদ ফ্যাশন টেক্সটাইল লিমিটেড এর ডিরেক্টর সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শান্ত, ভদ্র, তরুণ এই উদীয়মান নোমান আকন্দ হামিদ টেক্সটাইল এর এমডি থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারী স্টাফদের সাথে এমন ভাবে চলাফেরা করে যেন সে কর্মচারীদের সেবক।
নোমান আকন্দের এই মহতী উদ্যোগকে কোম্পানি সহ এলাকার সকল ব্যক্তিবর্গদের মন জয় করেছে । এক প্রশ্নের জবাবে নোমান আকন্দ বলেন আমি সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগী হিসেবে কাজ করতে চেষ্টা করি ,কারণ আমি চাই সকল কর্মকর্তারা যেন বুঝতে পারে আমিও তাদের মাঝে একজন । আমি অহংকার, উচু নিচু করে কাউকে দেখার মন মানসিকতা অতীতেও ছিল না সামনেও হবে না আমি প্রশংসা করি হামিদ ফ্যাশন টেক্সটাইল এর কর্তৃপক্ষের।তাদের প্রচেষ্টায় তাদের হাসি যেন সকল কর্মচারীরা ভাগ করে নিতে পারে। আমি কর্মচারীদের মাঝে নিজেও একজন কর্মচারী হিসেবে দাবি করি। হামিদ ফ্যাশন বলেন নোমান আকন্দের এই উদ্যোগকে কোম্পানির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং নোমান আকন্দ সহ কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হামিদ ফ্যাশন লিমিটেড পরিবারের পক্ষ থেকে মঙ্গল কামনা করছি ।