ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের আয়োজনে এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এ,এস,পি,মোঃ ইমারত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান ম,ম,সিদ্দিক মিয়া,একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া, প্রধান শিক্ষক মোঃ হিমায়েত হোসেন, মোঃ আবুল কালাম,ডাঃ আতিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুধীমহল।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সাংবাদিক,এ,টি,এম,ফরহাদ নান্নু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়াদিয়ে বরন করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। পরে এক ক্ষুদে অতিথি রুহান মুনতাজির রাফিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আরেক ক্ষুদে অতিথি মুস্তাকিম নাদিয়ান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আজিম উদ্দিন রুবেলসহ অতিথিবৃন্দ।