নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে শ্রম আইন অমান্য করে জেলার বিভিন্ন সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ করেছে জেলা ট্রাক,ট্রাক্টর,কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। রবিবার দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্ব ধলার লালমিয়ার বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন দীর্ঘ দিন যাবৎ সড়কে চাঁদাবাজি করে আসলেও প্রশাসন সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। এসময় বক্তারা আরো বলেন আগামী ২৪ঘন্টার মধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ট্রাক-ট্রাক্টর কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ শ্রমিক নেতারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।