স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা পৌরসভার পারলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. জাকির হুসাইন ও তার স্ত্রী নাসিমা আক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পৌরসভার কাটলীর মো. শফিউল আলম সাকুর ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ । হামলাকারীরা বাসার আসবাপত্র ভাঙচুর ও স্বর্ণালংকার, টাকা, মোবাইলসহ আসবাপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। বিষয়টি সোমবার সাংবাদিকদের জানান জাকির হুসাইন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা পৌরসভার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা এলাকার মো. জাকির হুসাইনের সাথে দীর্ঘদিন ধরে মো. শফিউল আলম সাকুর, মো. হারুন অর রশিদদের বাসার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১ এপ্রিল বিকেলে শফিউল আলম সাকুর তার লোকজন নিয়ে জাকির হুসাইনকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়।
এ সময় হামলাকারীদের বাধা দিলে তারা জাকির হুসাইনকে বেধরক মারপিট করে। স্বামীকে বঁাচাতে স্ত্রী নাছিমা আক্তার এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে জাকির হুসাইনকে মাটিতে ফেলে শ্বসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলাকারীরা বাসার ভেতরে আসবাবপত্র ভাঙচুর করে। স্বর্ণের চেইন, হাতের বালাসহ তিন লাখ ষাট হাজার টাকার স্বর্ণালংকার, মোবাইল সেট, কম্পিউটারের সিপিও নিয়ে যায়।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ও স্ত্রীকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে। এ ঘটনায় গত ৬ এপ্রিল জাকির হুসাইন বাদী হয়ে মো. শফিউল আলম সাকুর, হারুন অর রশিদ, মো. হিমন মিয়া, মো. হিসাদ, মো. হিলয়সহ সাতজনের নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) এবং আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন আদালত নেত্রকোনায় মামলা দায়ের করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, আদালতের নির্দেশনা এখনও পাওয়া যায়নি। নির্দেশনা পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।